ওয়েবপেজ বা ওয়েবসাইটের প্রকারভেদ, (Types of Webpage or Website)


আসসালামু আলাইকুম,

গঠন বৈচিত্র্যের ওপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েব সাইটকে দুভাগে ভাগ করা যায়। যথাঃ
১,স্ট্যাটিক ওযেবপেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট (Static webpage or static Website)ও
২,ডাইনামিক ওয়েবপেজ বা ডাইনািমক ওয়েবসাইট,( Daynamic webpage or Daynamic website)

১,স্ট্যাটিক ওযেবপেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট (Static webpage or static Website)ঃ যে সকল ওয়েব পেজ শুধুমাত্র পূর্বে তৈিরকৃত ওয়েবপেচের তথ্যসমূহ প্রর্দশন  করে সে সকল ওয়েবপেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে।
সাধারণত HTML দিয়ে তৈরি করা এই  ধরনের পেজ তৈরি করা হয়। তবে এই ধরনের ওয়েব পেজে ব্যবহারকারীরা কোন ধরনের পরিবর্তন করতে পারে না অথবা কোন তথ্য সংযোজিত করতে পারে না অথবা কোন ধরনের মন্তবা দিতে পারে না। সহজভাবে বলা যায় যে ওয়েবপেজে ব্যবহারকারী ও ওযেব সার্ভারের মধ্যে কোন ডেটা বা তথ্য আদান প্রদান হয় না তাকে স্ট্যাটিক  ওয়েবপেজ বলে।আর যে সকল ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবপেজ দ্বারা তৈরি তাদেরকে স্ট্যাটিক  ওয়েবসাইট বলে।

সুবিধা সমূহ
১,পেজের সংখ্যা কম থাকে।
২,সহজ বাস্তবায়ন ও উন্নয়ন করা যায়।
৩,ব্রাউজার দ্বারা দ্রুত লোড করা যায়।
৪,ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন হয় না বিধায় ছোট ছোট কোম্পানি বা প্রতিষ্ঠানে বেশি ব্যবৃহত হয়।
৫,তুলনামুলক ভাবে বেশি নিরাপদ।

অসুবিধা সমূহঃ
১,ব্যবহারকারী কোন তথ্য সংযোজন করতে পারে না।
২,ব্যবহারকারী কোন ধরনের পরিবর্তন করতে পারে না।

২,ডাইনামিক ওয়েবপেজ বা ডাইনািমক ওয়েবসাইট,( Daynamic webpage or Daynamic website)ঃডাইনামিক ওয়েবপেজ হল এমন একটি ওয়েবপেজ যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট মানদন্ডের উপর ভিত্তি করে পরিবর্তত হয়। অর্থাৎ যে ধরনের ওয়েব পেজের মাধ্যেমে ব্যবহারকারীরা তথ্যকে ওয়েব সার্ভারে  পাটাকে পারে এবং পেজে বিভিন্ন ডেটার মান স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন হয় কাকে ডাইনামিক ওয়েবপেজ বলে।এধরনের পেজ তৈরি করার জন্য HTML এর সাথে তথ্য প্রর্দশন করে থাকে।
যেমন-ক্রিকেট লাইফ স্কোর। এধরনের পেজ তৈরি করার জন্য HTML এর সাথে javascript,PHP( Hyper Text Processor)
,ASP(Active Sarvar Page) ভাষারও প্রয়োজন হয়। আর যে সকল ওয়েবসাইট ডাইনামিক ওয়েবপেজ দ্বারা তৈির তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলে।
সুবিধা সমূহঃ
১,তথ্য বা বিষয়বস্ত দ্রুত আপডেট হয়।
২,সহজেই পেজের তথ্য পরিবর্তন করা যায়।
৩,ব্যবহারকারীরা তাদের চাহিদামত তথ্য পরিবর্তন করতে পারে।
৪,যে কোন সময় যে কোন ধরনের তথ্য বা মন্তব্য আপডেট করা যায়।
৫,স্ট্যাটিক ওয়েবপেজের তুলনায় বেশি আকর্ষনীয়। তাই বেশির ভাগ কোম্পানি বা প্রতিষ্ঠানে ব্যবৃহত হয়।

অসুবিধা সমূহঃ
১,তুলনামুলক ব্যয়বহুল।
২,ব্রাউজিংয়ে বেশি সময় লাগে।
৩,তৈির করা জটিল ও সময় সাপেক্ষ।


1 Comments

Post a Comment
Previous Post Next Post