উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট ৬

উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট-৬
 
ক্ষুদ্র_লেখক

আসসালামু আলাইকুম।  আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ  চলেন শুরু করা যাক।


♦১২ পাইথন (Python)
বিশ্বের প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে অতি উন্নত ও High level language হলো পাইথন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এর জন্ম হয় আশির দশকে। ডাচ নেদারল্যান্ডে কম্পিউটার বিজ্ঞানী Guido van Rossum এই প্রাগ্রাম ভাষার জনক এবং ১৯৮৯ সালে পরিক্ষা মুলক এ ভাষাটি চালু করেন। পরবর্তীতে ২০০১  সালে Python Software Foundation (PSF)  নামক একটি অলাভজনক প্রতিষ্টান ভাষাটির আরও উন্নয়নের জন্য নিরালস কাজ করেছেন। পাইথন মাল্টি প্রোগ্রামিং, ইন্টারঅ্যাকটিভ,অবজেক্ট ওরিয়েন্টেড, ফাংশনাল প্রোগ্রামিং প্রভৃতি মডেল সুবিধা প্রধান করে।এ ভাষার  বহুবিদ সুবিধা বৈশিষ্ট্য সমূহ হলোঃ
♦১,ডাইনামিক ডেটা টাইপ সিস্টেম।
♦২,স্টান্ডার্ড লাইব্রেরি সুবিধা।
♦৩,অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম।
♦৪,সহজ,সরল ও সাবলীল ভাষার প্রোগ্রাম রচনা করা যায়।
♦৫, পরিবর্তনশীল ও লাইব্রেরি ইন্টাকেসিং সুবিধা প্রধান করে।
♦৬,এটি নন-স্কিপিং ভাষা হিসাবে ব্যবহৃত হয়।
♦৭,এটির উপর বিভিন্ন প্রোগ্রামিং ভাষা প্রয়োগ করে বিশেষ সুবিধা লাভ করা য়ায়।
♦৮,এটি তুলনামুলক সহজ প্রোগ্রাম।

বর্তমান সময়ে প্রোগ্রামিং এর  ভাষা জগতে পাইথনের জয়জয়কার। বিশ্বে বিভিন্ন সাইট যেমনঃইউটিউব,গুগল অ্যাপাইঞ্জিন ইত্যাদি সাইট গুলো পাইথনের ওরেরকিটের শক্তিতে চলছে। তাই তথ্য নিরাপত্তা শিল্পে পাইথনের বহুবিদ ব্যবহার অত্যন্ত লক্ষনীয় বলা যায়।


♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…  

Post a Comment (0)
Previous Post Next Post