HTML ফাইল তৈরি, সংরক্ষণ এবং রান করাঃ

HTML ফাইল তৈরি, সংরক্ষণ এবং রান করাঃ

আসসালামু আলাইকুম,,
HTML Code লেখা বা ফাইল তৈরির জন্য কিছু প্রফেশনাল টেক্সট এডিটর ব্যবহার করা যায়। যেমনঃ
♦Adobe Dreamweaver
♦Microsoft Expression
♦CoffeeCup HTML Editor, ইত্যাদি
কিন্তু উপরের প্রফেশনাল টেক্সট এডিটর ছাড়াও কিছু টেক্সট এডিটর যেমন-Noteped ব্যবহার করে HTML Code লেখা যায়। অর্থ্যাৎ নোটপ্যাড হলো উইন্ডোজ অপারেটিং  এর সঙ্গে যুক্ত একটি টেক্সট প্রসেসিং। সাধারণত  HTML  কোড লিখে ওযেব পেজ তৈরি করার জন্য নোডপ্যাড ব্যবহার করা হয়।HTML ফাইল তৈরি করা যায়। নিচের ৪টি ধাপ ব্যবহার করে Noteped.   নামক টেক্সট এডিটর দিয়ে একটি ওয়েব পেজ তৈিরর জন্য প্রয়োজনীয় HTML  ফাইল তৈির করে সেটি প্রর্দশন করার ধাপসমূহ হলোঃ

ধাপ ১ঃ
Computer -এ Noteped নামক Text Editor ওপেন করতে হবে। ক্লিক Stert বাটন-- ক্লিক All Progarms-- ক্লিক Accessorics-- ক্লিক Noteped।

ধাপ ২ঃ
Noteped -এ ওয়েব পেইজের জন্য প্রয়োজনীয় HTML Code লিখতে হবে। যেমন-
<html>
<body>
          <h1> First Web Page Heading</h1>
<p> First Paragraph</p>
</body>
</html>

ধাপ ৩ঃ
HTML ফাইল সংরক্ষণঃ Noteped Text Editor - এর File মেনুতে ক্লিক করার পর Save এ ক্লিক করলে Save As ডায়ালগবক্স ওপেন হবে। তারপর File - এর নাম লেখার পর  .html এক্সেটেশন দিয়ে Save বাটনে ক্লিক করে HTML file টি Save করতে হবে।

ধাপ ৪ঃ
HTML ফাইল বা ফলাফল প্রর্দশন ঃ একটি ওয়েব ব্রাউজারে (যেমন-Mozila firefox,Internet Explorer ইত্যাদি) ওপেন করে menu  bar এর file এ ক্লিক করার পর Open এ ক্লিক করলে একটি Open Dialog Box আসবে।এখান থেকে যে HTML file টি ব্রাউজারে ওপেন করতে হবে,ব্রাউজ করে সেই ফাইলটি সিলেক্ট করে Open বাটন ক্লিক করলে ফলাফল প্রদর্শিত হবে।

Post a Comment (0)
Previous Post Next Post