অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবপেজকে দুইভাগে ভাগ করা যায়।যথা-
১,লোকাল ওয়েবপেজ বা ওয়েসাইট,(Local webpage or website)
২,রিমোর্ট ওয়েবপেজ বা ওয়েবসাইট(Remote webpage or website)
১,লোকাল ওয়েবপেজ বা ওয়েসাইট,(Local webpage or website)ঃযে সকল ওয়েব পেজ ব্যবহারের জন্য নেটওয়ার্ক বা ইন্টারনেটের প্রয়োজন হয় না এবং ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে সংরক্ষিত থাকে তাদেরকে লোকাল ওয়েবপেজ বলা হয়। এই ধরনের পেইজসমূহেরর সমন্বেয়ে তৈরি সাইটকে লোকাল সাইট বলা হয়। এ ধরনের ওয়েব সাইটের ব্যবহার খুব কম।
২,রিমোর্ট ওয়েবপেজ বা ওয়েবসাইট(Remote webpage or website)ঃযে সকল ওয়েব পেজ ব্যবহারের জন্য নেটওয়ার্ক বা ইন্টারনেটের প্রয়োজন হয় এবং দুরবর্তী কোন কম্পিউটারে সংরক্ষিত থাকে তাদেরকে রিমোট ওয়েবপেজ বলা হয়। এই ধরনের পেইজসমূহেরর সমন্বেয়ে তৈরি সাইটকে রিমোট ওয়েবসাইট বলা হয়। এ ধরনের ওয়েব সাইটের ব্যবহার খুব বেশি।।