আসুন জেনে নেই পঞ্চম প্রজন্মের ভাষা। 5GL-Fifth Generation Language

আসুন জেনে নেই পঞ্চম প্রজন্মের ভাষা।
 5GL-Fifth Generation Language

#ক্ষুদ্র_লেখক..

আসসালামু আলাইকুম।  আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ  চলেন শুরু করা যাক।

পঞ্চম প্রজন্মের ভাষা বলতে মুলতঃ চতুর্থ প্রজন্মের বিশেষ কয়েকটি ভাষাকে বুঝায়। এ ভাষা ইংরেজী ভাষার বা মানুষের স্বাভাবিক ভাষান মতই। তাই একে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও বলা হয়। এই ভাষা সহজেই ভাষা রচনা করা যায় এবং রচিত প্রোগ্রাম সহজেই বোঝা যায়। তাছাড়া এই লিখিত প্রোগ্রামের ভুল সহজেই ধরা যায় এবং সংশোধন করা যায়।

♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…  

Post a Comment (0)
Previous Post Next Post