জেনে নিন সাইবার ক্রাইম কাকে বলে
প্রশ্ন:
সাইবার ক্রাইম কি?
আমরা
এর আগে জেনেছি কম্পিউটার অপরাধের কথা। কিভাবে আপনি একজন অপরাধী হতে পারেন সে বিষয়ে
আলোজনা করা হয়ে এর আগের পোস্ট এ। এ পোস্ট এ আলোচনা করা হবে সাইবার ক্রাইম কি?
তাহলে
আসুন দেখা যাক আইসিটি এর ভাষায় কি বলা এই সাইবার
ক্রাইমকে?
কম্পিউটার
এবং কমিউনিকেশন টেকনোলজির বিকাশের সাথে সাথে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
দিন দিন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে।আর এই ইন্টারনেট কে কেন্দ্র করে নানান রকমের বা নানান
ধরনের ক্রাইম সংগঠিত হচ্ছে প্রতিনিয়ত।আর এসব ক্রাইম কে বলা হয় আইসিটি এর ভাষায় সাইবার
ক্রাইম। অর্থাৎ বলা যায় যে কোন সিস্টমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রোগ্রাম হার্ডওয়্যার,
বা সফটওয়্যার বিনস্ট করার জন্য কিছু কম্পিউটার ব্যবহার কারি বা কম্পিউটার প্রোগ্রামার
ইলেকট্রনিক বা টেলনেট ব্যবহার করে যে আক্রমন চালায় তাই হচ্ছে সাইবার ক্রাইম।
নিচে কিছু
সাইবার ক্রাইমের বিবরন তুলে ধরা হলো:
১,হ্যাকিং
এর মাধ্যমে অন্যার তথ্য হস্তগত করা।
২, অবৈধভারে
কোন সিস্টেমের সকল রির্সোস ব্যবহার বা সেই তথ্যকে ধংসর জন্য বাহির থেকে প্রবেশ করা।
৩, কোন সিস্টেম
কে এমন ভাবে পরিবর্তন করা যাতে ঐ সিস্টেমে তার নির্থারিত সার্ভিস প্রদান না করা।
৪, আপত্তিকর
ই-মেইল বার্তা পাটানো।
৫, কম্পিউটার
ভাইরাস তৈরি বা বিতরন করা। ইত্যাদি এসব কিছু হতে পারে সাইবার ক্রাইমের
কাজ।