প্রোগ্রাম সংগঠন (Organization of a Program)
#ক্ষুদ্র_লেখক..
আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক..
প্রোগ্রামের সংগঠন বলতে মুলতঃ প্রোগ্রামের গঠনরীতিকে বোঝানো হয়।প্রত্যেক প্রোগ্রামের মুলতঃ তিনটি প্রধান অংশ থাকে। যথা-
১, ইনপুট (Input)
২,প্রক্রিয়াকরণ (Processing)
৩,আউটপুট (Output)
Input→ Processing→ Output
♦ইনপুট (Input) ঃ
ফলাফল লাভের উদ্দেশ্য প্রোগ্রামে যে সকল ডেটা বা নির্দেশনাবলি দেয়া হয় তাই ইনপুট।
♦প্রক্রিয়াকরণ (Processing)ঃ
প্রক্রিয়াকরণ বা প্রসেসিং অংশ সংগৃহিত ডেটার উপর প্রয়োজনীয় বিশ্লেষণ,শ্রেণিকরণ,সাজানো, যুক্তি মুলক কাজ ইত্যাদির মাধ্যমে ডেটাকে অর্থপূর্ণ ফলাফলে পরিনত করে।
♦ আউটপুট (Output)ঃ
প্রক্রিয়াকরণের পর এই অংশে ফলাফল প্রদর্শন করা হয়।
উদাহরণঃ তিনটি সংখ্যার যোগফল নির্ণেয় ক্ষেত্রে প্রোগ্রাম সংগঠনিক অংশসমূহ নিম্নরূপ-
ইনপুট (Input) সংখ্যা তিনটির মান গ্রহন।
প্রক্রিয়াকরণ (Processing) যোগফল নির্ণেয়।
আউটপুট (Output) ফলাফল বা যোগফল প্রদর্শন।
♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্ হাফেজ…
#ক্ষুদ্র_লেখক..
আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক..
প্রোগ্রামের সংগঠন বলতে মুলতঃ প্রোগ্রামের গঠনরীতিকে বোঝানো হয়।প্রত্যেক প্রোগ্রামের মুলতঃ তিনটি প্রধান অংশ থাকে। যথা-
১, ইনপুট (Input)
২,প্রক্রিয়াকরণ (Processing)
৩,আউটপুট (Output)
Input→ Processing→ Output
♦ইনপুট (Input) ঃ
ফলাফল লাভের উদ্দেশ্য প্রোগ্রামে যে সকল ডেটা বা নির্দেশনাবলি দেয়া হয় তাই ইনপুট।
♦প্রক্রিয়াকরণ (Processing)ঃ
প্রক্রিয়াকরণ বা প্রসেসিং অংশ সংগৃহিত ডেটার উপর প্রয়োজনীয় বিশ্লেষণ,শ্রেণিকরণ,সাজানো, যুক্তি মুলক কাজ ইত্যাদির মাধ্যমে ডেটাকে অর্থপূর্ণ ফলাফলে পরিনত করে।
♦ আউটপুট (Output)ঃ
প্রক্রিয়াকরণের পর এই অংশে ফলাফল প্রদর্শন করা হয়।
উদাহরণঃ তিনটি সংখ্যার যোগফল নির্ণেয় ক্ষেত্রে প্রোগ্রাম সংগঠনিক অংশসমূহ নিম্নরূপ-
ইনপুট (Input) সংখ্যা তিনটির মান গ্রহন।
প্রক্রিয়াকরণ (Processing) যোগফল নির্ণেয়।
আউটপুট (Output) ফলাফল বা যোগফল প্রদর্শন।
♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্ হাফেজ…