ইউআরএল(URL) :
URL- এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator. URL. হলো ওয়েব সাইটের একক ঠিকানা বা অ্যাড্রেস। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে কোন ওয়েবসাইটের পেজগুলোকে ওযেব ব্রাউজারে দেখা যায় বা খুজে বের করা যায়। আর এই ওয়েব অ্যাড্রেসই হলো URL.। সুতরাং বলা যায় URL ব্রাউজারকে যে কোন ওয়েবসাইটিকে প্রদর্শিত করতে বা খুজে বের করতে সহায়তা করতে। প্রতিটি URL এ থাকে -
১,ওয়েব প্রোটোকল বা এইচটিটিপি (Web Protocal or HTTP)
২,ওয়েব সার্ভারের নাম বা ডোমেইন নেম (Web Sarver Name or Domain Name)
৩, সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নাম (Sarver Directory or Folder Name) এবং ৪, ফাইল নেম ( File Name)
উদাহরণ ;
http://www.educationalboard.gov.bd/dhaka/result.html
এখানে
প্রোটোকল,,,http
ডোমেইন নেম,, www.educationalboard.gov.bd
ডিরেক্টরির নেম,, dhaka
ফাইর কা এক্সটেনশন,, result.html