ওয়েব সাইট পাবলিশিং ( Publishing a Website)  

ওয়েব সাইট পাবলিশিং ( Publishing a Website)

আসসালাসু আলাইকুম।আপনারা কেমন আছেন?

তো আমরা গত পর্বে শিখেছি যে ( ওযেব পেইজ ডিজাইনিং (web page Desiging) পার্ট-১ । ) আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ( ওয়েব সাইট পাবলিশিং ( Publishing a Website) তো চলেন দেরি না করে শুরু করা যাক।

একটি ওয়েব সাইট তৈরি করার পর এটি তখনেই ইন্টারনেট ব্যবহারকারীরা বা ভিজিটরগণ দেখতে পারবে অথবা অ্যাকসেস করতে পারবে যদি ওয়েব সাইটটিকে ইন্টারনেটের সাথে সর্বক্ষনিক যুক্ত কোন ওয়েব সার্ভারে আপলোড করা হয়। আর ( ওয়েব সাইট তৈরির পর নির্দিষ্ট কতগুলো ধাপ অনুসরণ করে ওযেব সার্ভারে আপলোডের মাধ্যমে সবার জন্য ওয়েব সাইটটিকে প্রকাশ করাই হলো ওয়েব সাইট পাবলিশিং।) ইন্টারনেটে ওয়েব সাইট পাবলিশ করার জন্য নিন্মে বর্ণিত ধাপগুলো অনুসরণ করতে হয়-
১, ওয়েব সাইট ডিজাইন ও তৈরি।
২, ডোমেইন নেম রেজিস্ট্রেশন।
৩,ওয়েব সাইট হোস্টিং ও
৪,ওয়েব সাইটটিকে সার্চ ইঞ্জিনে তালিকার্ভূক্ত।

১, ওয়েব সাইট ডিজাইন ও তৈরিঃপ্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে নির্ধারিত পরিকল্পার ভিত্তিতে ওয়েবসাইটির ডিজাইন করার পর সঠিক কোডিংয়ের মাধ্যম সাইট তৈরি করতে হবে। তবে বর্তমানে অনেক বানিজ্যিক প্রতিষ্টান আছে যারা অর্থের বিনিময়ে উন্নতমানের ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করে দেয়।

২, ডোমেইন নেম রেজিস্ট্রেশনঃকম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে আইপি অ্যাড্রেসগুলো সাধারণত অংক দিয়ে লেখা থাকে। যেমন - ১৯০.১৬৮.১২০.১৮ হলো একটি আইপি অ্যাড্রেস।তবে এভাবে অংক দিয়ে গঠিত বিশ্বের আইপি অ্যাড্রেসগুলো মনে রাখা অসম্ভব। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য ও মনে রাখার জন্য ইংরেজী অক্ষরের কো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্ম আইপি অ্যাড্রেসের এরূপ নামকে ডোমেইন বলে।যেমন- mogidukha20 @gmail.com এটি একটি ই-মেইল অ্যাড্রেস যার ডোমেইন হলো gmail.com।
মুলতঃ ডোমেইন নেম হচ্ছে কোন ওয়েব সাইটের জন্য একটি স্বতন্ত্র সাম। কোন ওয়েব সাইটের পুরো অ্যাড্রেস হলো ঐ ওযেব সাইটের ডোমেইন নেম। যেমন - www.dcc.edu.bd এটি একটি ডোমেইন নেম। ইন্টারনেট নামক মহাসমূদ্রে একই ডোমেইন নাম বিশিষ্ট একাধিক সাইট থাকতে পারে না। কোন ওয়েব সাইট এর জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার পর এটি সারা বিশ্বে ইউনিক বা অদ্বিতীয় আইডেনটিটি হিসাবে চিিহৃত হয় এবং আর কেউ একই ডোমেন নামে কোন ওয়েব সাইট রেজিস্ট্রেশন করতে পারবে না। সারা বিশ্বের ডোমেইন নেম যে প্রকিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে সেটি হলো ICANN ( Internet Corporratiom for Assigned Names and Number) বিশ্বজুড়ে ICANN এর বহু ডিস্ট্রিবিউটি রয়েছে যাদের কাছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা যায়। কোন ডোমেইন নেম যে স্থান খেকেই রেজিস্ট্রেশন করা হউক না কেন তা ICANN থেকেই আসবে।

৩,ওয়েব সাইট হোস্টিংঃডোমেইন নেম রেজিস্ট্রশন পরের কাজ হলো ওয়েব সাইটটিকে হোস্টিং করা। অর্থাৎ ওয়েব সাইটটিকে ইন্টারনেটের সাথে যুক্ত হোন ওয়েব সার্ভারে আপলোড কা বা সংরক্ষন করার প্রক্রিয়াই হলো ওযেব সাই হোস্টিং। বিশ্বজুড়ে বহুসংখ্য প্রতিষ্ঠিন আছে যারা টাকার বিসিময়ে তাদের ওয়েব সার্ভারে কোন ওয়েব সাইটের জন্য প্রয়োজনীয স্পেস বা জায়গা ভাড়া দেয়। তবে অনেক প্রতিষ্ঠান আছে যারা বিনামূল্যে ওয়েব হোস্টিং সুবিধা প্রধান করে। তবে বিনামূল্যের হোস্টিং এ অনেক সীমাবদ্ধতা থাকে। www.freeservers.com এই সাইটে বিনামূল্যে ওয়েব হোস্টিং সার্ভারের সন্ধান পাওয়া যাবে। রেজিস্ট্রশন ডোমেইন নেমে ওয়েব সাইট হোস্টিং করার পর ইন্টারনেটের মাধ্যমে ব্যবহান কারী ওয়েবসাইটটিকে অ্যাকসেস করতে পারবে।

 ৪,ওয়েব সাইটটিকে সার্চ ইঞ্জিনে তালিকার্ভূক্তঃকোনো ওয়েব সাইট তৈরি করে সেটি হোস্টিং এর মাধ্যমে ওয়েবে পাবলিশ করলেই যে সেটি জনপ্রিয় হবে তার কোন নিশ্চিয়তা নেই। সাইট তৈরি করার পর সার্ভারদের বা ব্যবহারকারীদের জানানোর ব্যবস্থা করতে হবে। ওয়েবে কোন তথ্য খোঁজার জন্য ব্যবহৃত হয় সার্চ ইঞ্জিন যেমন - (Google,Yahoo,MSN, Bing, Ask) ইত্যাদি।এসব সার্চ ইঞ্জিনে ওয়েব সাইটটিকে তালিকার্ভুক্ত করা হলে ওযেব ব্যবহারকারীরা সহজেই সাইটটিকে খুজে পাবে। ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনে যোগ করার জন্য ইন্টারনেটে বিভিন্ন সাইট আছে। এরা অর্থের বিনিময়ে সকল সার্চ ইঞ্জিনে ওয়ে সাইটটিকে যুক্ত করে এছাড়া পিসি থেকে চালানো যায় এ রকম কিছু সফ্টওয়্যারও আছে যার সাহায্যে ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনে যুক্ত করা হয়।


আজকে এই পর্যন্তই, আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ্‌ , HTMLবা ওয়েব ডিজাইন কোন পোস্ট নিয়ে। আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…  


Post a Comment (0)
Previous Post Next Post