হোস্টিং প্রযুক্তি কি? জেনে নিন। 

হোস্টিং প্রযুক্তি কি? জেনে নিন।

আসসালাসু আলাইকুম।আপনারা কেমন আছেন?

তো আমরা গত পর্বে শিখেছি যে ( ওয়েব সাইট পাবলিশিং ( Publishing a Website) ) আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ( হোস্টিং প্রযুক্তি কি? জেনে নিন।) তো চলেন দেরি না করে শুরু করা যাক।

 ১,উইন্ডোজ হোস্টিং (Windows Hosting)ঃ যদি ওয়েব সাইট ASP (Active Server Page) Programming Language এবং Microsoft SQL Server ডেটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে তবে windows server এ হোস্টিং করতে হয়।
২,লিনাক্স হোস্টিং(Linux Hosting)ঃ যদি ওয়েব সাইটটি PHP (Hyper text Processor) Programming Language এবং My SQL Server ডেটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে তবে Linux Hosting এ হোস্টিং করতে হবে। বাংলাদেশে লিনাক্স হোস্টিং জনপ্রিয়। এর অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশে PHP Developer এর সংখ্যা অনেক বেশি।
অবশ্য বিভিন্ন ধরনের সুবিধা ওপর ভিত্তি করে হোস্টিং বিভিন্ন প্রকার হয়ে থাকে।
১,বিনামূল্যে হোস্টিংঃ বিশ্বজুড়ে বহুসংখ্যক প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময় তাদের ওয়েব সার্ভারে কোন ওয়েব সাইটের জন্য পোয়োজনীয় স্পেস বা জায়গা ভাড়া দেয়।তবে অনেক প্রতিষ্ঠান আছে যারা বিনামূল্যে ওয়েব হোস্টিং সুবিধা প্রধান করে। তবে বিনামূল্যের ওযেব হোস্টিং এ অনেক সীমাবদ্ধতা থাকে।www.freeservers.com এই সাইটে বিনামুল্যে ওয়েব হোস্টিং সার্ভারের সন্ধান পাওয়া যাবে। এই ধরনের হোস্টিং এর সাধারণত ব্যান্ডউইডথ কম এবং ডোমেইন নেম থাকে না।
২, শেয়ারড হোস্টিংঃ বর্তমান সময়ের জনপ্রিয় ও প্রচলিত হোস্টিং হলো শেয়ারড হোস্টিং।এ ধরনের হোস্টিং এ ও ব্যান্ডউইডথ ও ডেটাবেস সীমিত হয়ে থাকে।
৩,ডেডিবেটেড হোস্টিংঃ ডেডিকেটেড হোস্টিং এর জন্য ডেডিকেটেড সার্ভারের প্রয়োজন হয় এবং তুলনামুলক ভাবে ব্যয়বহুল।তবে এ ধরনের হোস্টিং এ সব ধরনের সুবিধা পাওয়া যায়। ডেডিকেটেড হোস্টিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে।যথা-
(ক,)ম্যানেজড হোস্টিংঃ এ ধরনের হোস্টিং এ খরচের পরিমান বেশি হয়। তবে এ ধরনের হোস্টিং প্রোভাইডারই নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করে।
(খ,)আন - ম্যানেজড হোস্টিংঃ এ ধরনের হোস্টিং এ খরচের পরিমান কম হয়। তবে এ ধরনের হোস্টিং ওয়েবসাইটের মালিকেরাই নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করে।

♦শব্দ সংক্ষেপ জেনে নেইঃ
www. :World wide web.
PHP, : Hyper text Processor.
CSS, :Cascading style Sheet.
ASP, :Active Server Page.
HTML, : Hyper Text Markup language.
CERN, :European Organization for Nuclear Researrch.
ICANN: Internet Corporation for Assigned Names and Number.



আজকে এই পর্যন্তই, আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ্‌ , HTMLবা ওয়েব ডিজাইন কোন পোস্ট নিয়ে। আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…  



Post a Comment (0)
Previous Post Next Post