ওযেব পেইজ ডিজাইনিং (web page Desiging) পার্ট-১

ওযেব পেইজ ডিজাইনিং (web page Desiging) পার্ট-১

আসসালাসু আলাইকুম।আপনারা কেমন আছেন?

তো আমরা গত পর্বে শিখেছি যে ( ফর্ম ও ফর্ম (form) এ ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্যাগসমূহ। ) আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ( ওযেব পেইজ ডিজাইনিং (web page Desiging) পার্ট-১ ) তো চলেন দেরি না করে শুরু করা যাক।


একটি ওয়েব পেইজের সৌন্দর্য নির্ভর করে পেইজেটির ডিজাইনের উপর। সৃজনশীল ডিজাইনারগণ ভাল ওয়েব পেজ ডিজাইন করতে পারেন।ওয়েব পেজ ডিজাইন মুলতঃ একটি ওয়েব টেমপ্লেট বা কাঠামো তৈরি কার যেখানে ওয়েব পেইজটির জন্য ছবি,লোগো,কনটেন্ট,নিউজ,পোর্টফোলিও ইত্যাদি অবজেক্ট কোথায় থাকবে তা নির্ধারন করা এবং এই টেমপ্লেটটির ওপর ভিত্তি করে ওয়েবৃ পেইজটিকে বাস্তব রূপ প্রধান করা। ওয়েব পেইজ টেমপ্লেট বা কাঠামোকে বাস্ত্ রূপ প্রদানের জন্য একজন ডিজাইনারের যেসব বিষয়ের ওপর দক্ষতা প্রয়োজন তা হলো-
১, হাইপারটেক্সট মার্ক আপ ল্যাংগুয়েজ বা HTML - ওয়েব পেইজে ব্যবহৃত হয়।
২,Cascading style sheet বা CSS - ওয়েব পেইজকে নান্দনিক রূপ প্রদান করে।
৩,Javacript, PHP,(Hyper Text Processor) ASP (Active Server Page)- ওয়েব পেইজকে ডায়নামিক রূপ প্রদানের জন্য ইত্যাদি প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়।

♦অন্যদিকে, ওয়েব পেইজ ডিজাইনারের সময় যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেগিলো হলো-
১,ওয়েব পেইজে ব্যবহারকারীদের কি দেখতে চাই।
২,কোন কোন ব্যবহারককারী বা ইউজারকারীগন এই পেইজটি দেখবে।
৩,বিভিন্ন ধরনের রঙ এর ব্যবহার কিরূপ হবে।
৪,মন্তব্য বা কমেন্ট প্রদানের সিস্টেম বা ব্যবস্থাটি কেমন হবে।
৫,বিষয়বস্তু বা কনন্টেট এর সিকুয়েন্স অনুযায়ী নেভিগেশন কা লিংকিং ব্যবস্ততা কেমন হবে।

আজকে এই পর্যন্তই, আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ্‌ , HTMLবা ওয়েব ডিজাইন কোন পোস্ট নিয়ে। আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…




Post a Comment (0)
Previous Post Next Post