প্রাগ্রামের ধারণা ও প্রোগ্রামের ভাষা।(Programming Language) পাট-১

প্রাগ্রামের ধারণা ও প্রোগ্রামের ভাষা।(Programming Language)


ক্ষুদ্র লেখক।
আসসালাসু আলাইকুম।আপনারা কেমন আছেন?

তো আমরা গত পর্বে শিখেছি যে ( প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণা কি কি জেনে নিন। ) আর আজকে যে প্রাগ্রামের ধারণা ও প্রোগ্রামের ভাষা।(Programming Language) ) তো চলেন দেরি না করে শুরু করা যাক।

 পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ ও প্রানি কুল আছে। যানা নিজেদের মনের খাব প্রকাশ ও পরস্পরের মধ্যে সর্ম্পক স্থাপনের জন্য যে মাধ্যমটি ব্যবহার করে তাকে ভাষা বলে। ভাষা বিভিন্ন প্রকার হয়ে থাকে -যেমন - লিখিত,মৌখিক, সাংকেতিক ইত্যাদি। ভাষার ব্যবহার উচ্চস্তরের প্রানিজগতের মধ্যেই সীমাবদ্ধ।জড় পদার্থের কোন ভাষা নেই। কিন্তু বর্তমানে কিছু ইলেকট্রনিক্স যন্ত্র থেকে ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি কাজ শুরু করা, শেষ করা, বিভিন্নভাবে চালিত ইত্যাদি বিষয়ে মানুষের ব্যবহার করা ভাষায় এসব ইলেকটোনিক যন্ত্রকে তাদের নিজস্ব নিয়ম অনুযাফ নির্দেশ দেয়া যায়।বর্তমানে বহুবিদ কাজে ব্যবহৃত ইলেকট্রনিক্স যন্ত্র হচ্ছে কম্পিউটার।
কম্পিউটার দিয়ে যে কোনো সমস্যা সমাধান করা যায়।কম্পিউটার দিয়ে সহজে সমস্যা সমাধারেন জন্য কম্পিউটারকে তার নিজস্ব বোধগম্য ভাষার নির্দেশ করতে হয়।

কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানেন জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়ম কানুন ব্যবহার করে প্রাগ্রাম তৈরি করা হয়।প্রাগ্রাম তৈরির জন্য ব্যবহৃত এই সকল নিয়ম কানুন ও সংকেত গুলোকে একত্রে প্রাগ্রাম ভাষা বলে। অর্থাৎ যে সব ভাষার মাধ্যমে কম্পিউটারের পোাগ্রাম রচনা করা হয়, সে সব ভাষাকেও কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা বলে।যেমন - Basic,Pascal,C,COBOL
 ইত্যাদি।

কম্পিউটারের সাহার্য্যে সহজেই কোন সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক ভাবে বা পর্যায়ক্রমিকভাবে সাজানো নির্দেশাবলীকে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ কোন সমস্যা সহজে ও সঠিকভাবে সমাধানের জন্য পর্যায়ক্রমিকভাবে সাজানো নির্দেশাবলীর কৌশলই হলো প্রোগ্রাম।কম্পিউটারের কর্মক্ষমতাকে সঠিক ও সার্থকভাবে কাজে লাহানোর জন্য দরকার সম্পূর্ণভাবে নির্ভুল ও সঠিক প্রোগ্রাম। কম্পিউটারের প্রোগ্রাম নির্ভুল, যুক্তি পূর্ণ ও সংক্ষিপ্ত হলেও কম্পিউটার দ্রুত গতিতে ও নির্ভুলভাবে প্রক্রিয়ার করণের ফলা ফল প্রদানে সক্ষম হয়। তাই কম্পিউটারে ব্যবহারের জন্য নির্ভুল ও উপযুক্ত প্রোগ্রামের গুরুত্ব বা প্রয়োজনীতা অপরিশীম।



আজকে এই পর্যন্তই, আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ্‌ , Programmingবা ওয়েব ডিজাইন কোন পোস্ট নিয়ে। আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…




Post a Comment (0)
Previous Post Next Post