কয়েকটি উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট-১
#ক্ষুদ্র_লেখক
আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক।
বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ইচ্চস্তরের ভাষাসমূহের উল্লেখযোগ্য হচ্ছে -
♦১, ফরট্রান (FORTRAN)ঃ FORTRAN শব্দের অর্থ হলো Formula Translation। ১৯৫৭ সালে বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রসমূহে ফর্মূলার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আই বি এম কোম্পানি কর্তৃক এই উচ্চস্তরের ভাষার উদ্ভাবন হয়। পরবর্তীতে ১৯৭৭ সাল পর্যন্ত এই ভাষার বেশ কয়টি সংস্করণ বের করা হয়।যেমন- FORTRAN II, FORTRAN IV, FORTRAN 77 ইত্যাদি।
♦২,অ্যালগল ( ALGOL)ঃ ALGOL শব্দের অর্থ হচ্ছে Algorithmic Language। ১৯৫৮ সালে সার্বজনীন ভাষা হিসাবে সব কম্পিউটার ব্যবহারযোগ্যভাবে বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এই ভাষার গুরুত্বপূর্ণ হয়। ইউরোপের বাহিরে এর জন প্রিয়তা লাভ করেনি। তবে পরবর্তীকালে উদ্ভাবিত ভাষা সমূহে এই ভাষার গুরুত্ব প্রভাব লক্ষ করা যায়।
♦৩,লিস্প (LISP)ঃ LISP শব্দের অর্থ হচ্ছে List Processing। যে সকল কাজে সংখ্যা নিয়ে কাজ না করে যুক্তি দিয়ে বিচার করতে হয় সেখানে এই ভাষার বেশি ব্যবহার করা হয়। যেমন কৃত্রিম বুদ্ধি নিয়ে গবেষণার ক্ষেত্রে এ ভাষার ব্যবহার বেশি হয়।
♦৪, এপি এল (APL) আমেরিকার বিখ্যাত আইবিএম কোম্পানির কেনেথ আইভারসন এই ভাষার উদ্ভাবক। APL হল A Programming Language এর সংক্ষিপ্ত রূপ, বৃহৎ কমাপিউটারে ব্যবহার উপযোগী এই ভাষার জন্য প্রয়োজনীয় ফাংশনের বৃহৎ লাইব্রেরি আছে। ফলে ব্যবহারকারি তার নির্দেশ ব্যবহার করে সহজে ও সংক্ষেপে অনেক জটিল প্রোগ্রাম লিখতে পারে। বিজ্ঞান ও প্রকৌষলগত অনেক সমস্যা সমাধান এই ভাষার মাধ্যমে সম্ভব।
♦৫,প্যাস্কেল (PASCAL)ঃ সত্তর দশকের গোড়ার দিকে প্যাস্কেল ভাষার প্রচলন শুরু হয়। বিখ্যাত বিজ্ঞানী PASCAL এর নামানুসারে এ ভাষার নামকরণ করা হলেও প্যাস্কেল ভাষাটি বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উভয় কাজেরই উপযুক্ত। আবার ব্যাচ ও পারস্পরিক সংযোগ পদ্ধতিতেও এর ব্যবহার আছে। প্যাস্কেল একটি সংক্ষিত ভাষা এবং ব্যবহারের জন্য খুব বেশি স্মৃতির প্রয়োজন হয় না। তাই মাইক্রকম্পিউটারের জন্য প্যাস্কেল একটি উপযুক্ত ভাষা।
♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্ হাফেজ…
#ক্ষুদ্র_লেখক
আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক।
বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ইচ্চস্তরের ভাষাসমূহের উল্লেখযোগ্য হচ্ছে -
♦১, ফরট্রান (FORTRAN)ঃ FORTRAN শব্দের অর্থ হলো Formula Translation। ১৯৫৭ সালে বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রসমূহে ফর্মূলার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আই বি এম কোম্পানি কর্তৃক এই উচ্চস্তরের ভাষার উদ্ভাবন হয়। পরবর্তীতে ১৯৭৭ সাল পর্যন্ত এই ভাষার বেশ কয়টি সংস্করণ বের করা হয়।যেমন- FORTRAN II, FORTRAN IV, FORTRAN 77 ইত্যাদি।
♦২,অ্যালগল ( ALGOL)ঃ ALGOL শব্দের অর্থ হচ্ছে Algorithmic Language। ১৯৫৮ সালে সার্বজনীন ভাষা হিসাবে সব কম্পিউটার ব্যবহারযোগ্যভাবে বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এই ভাষার গুরুত্বপূর্ণ হয়। ইউরোপের বাহিরে এর জন প্রিয়তা লাভ করেনি। তবে পরবর্তীকালে উদ্ভাবিত ভাষা সমূহে এই ভাষার গুরুত্ব প্রভাব লক্ষ করা যায়।
♦৩,লিস্প (LISP)ঃ LISP শব্দের অর্থ হচ্ছে List Processing। যে সকল কাজে সংখ্যা নিয়ে কাজ না করে যুক্তি দিয়ে বিচার করতে হয় সেখানে এই ভাষার বেশি ব্যবহার করা হয়। যেমন কৃত্রিম বুদ্ধি নিয়ে গবেষণার ক্ষেত্রে এ ভাষার ব্যবহার বেশি হয়।
♦৪, এপি এল (APL) আমেরিকার বিখ্যাত আইবিএম কোম্পানির কেনেথ আইভারসন এই ভাষার উদ্ভাবক। APL হল A Programming Language এর সংক্ষিপ্ত রূপ, বৃহৎ কমাপিউটারে ব্যবহার উপযোগী এই ভাষার জন্য প্রয়োজনীয় ফাংশনের বৃহৎ লাইব্রেরি আছে। ফলে ব্যবহারকারি তার নির্দেশ ব্যবহার করে সহজে ও সংক্ষেপে অনেক জটিল প্রোগ্রাম লিখতে পারে। বিজ্ঞান ও প্রকৌষলগত অনেক সমস্যা সমাধান এই ভাষার মাধ্যমে সম্ভব।
♦৫,প্যাস্কেল (PASCAL)ঃ সত্তর দশকের গোড়ার দিকে প্যাস্কেল ভাষার প্রচলন শুরু হয়। বিখ্যাত বিজ্ঞানী PASCAL এর নামানুসারে এ ভাষার নামকরণ করা হলেও প্যাস্কেল ভাষাটি বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উভয় কাজেরই উপযুক্ত। আবার ব্যাচ ও পারস্পরিক সংযোগ পদ্ধতিতেও এর ব্যবহার আছে। প্যাস্কেল একটি সংক্ষিত ভাষা এবং ব্যবহারের জন্য খুব বেশি স্মৃতির প্রয়োজন হয় না। তাই মাইক্রকম্পিউটারের জন্য প্যাস্কেল একটি উপযুক্ত ভাষা।
♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্ হাফেজ…