উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট-২

কয়েকটি উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট-২

#ক্ষুদ্র_লেখক

আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক।

♦৬, কোবল (COBOL) ঃ COBOL শব্দের অর্থ হচ্ছে Common Business Oriented Language। এই ভাষার উৎপত্তি ১৯৬০-৬১ সালে।কোবল American National Standard Institute কর্তৃক অনুমোদিত।ডেটা প্রসেসিং ফাইল ব্যবস্থাপনা, সটিং রিপোর্ট তৈরি প্রভৃতি কাজের উপযোগী বলে বাণিজ্যিক কাজে এই ভাষা খুব বেশি ব্যবহৃত হয়। কোবল অত্যন্ত জটিল ভাষা। এই ভাষায় প্রোগ্রাম তৈরি ও বার্যকর করতে সময় বেশি লাগে।

মুলতঃ১৯৫৭ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বাণিজ্যিক প্রয়োগের উপযোগী সার্বজনীন ভাষা উদ্ভবের জন্য কম্পিউটার প্রস্তুকারী, ব্যবহারকারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন।এই কমিটির উদ্ভবিত ভাষার নামে COBOL পরিচিত।এ ভাষার গাণিতিক চিহ্ন ব্যবহৃত হয় না,ব্যবহৃত ইংরেজী শব্দ ও ইংরেজী বাক্য। সেজন্য এ ভাষা কিছুটা সহজ।

♦৭,বেসিক (BASIC) ঃ বেসিক একটি জনপ্রিয় উচ্চস্তরের কম্পিউটার প্রোগ্রামের ভাষা।বর্তমানে ব্যবহৃত উচ্চস্তরের ভাষার মধ্যে এর প্রচলন খুব বেশি। অন্যান্য ভাষার তুলনায় এ ভাষার প্রোগ্রাম তৈরির নিয়ম কানুন একে বারে অনেক সহজ বলতে হয় ও সংক্ষিপ্ত। এজন্য এ ভাষা রপ্ত করা একে বারে সহজ। এমনকি যাদের গণিতের জ্ঞান সামান্য তারাও এ,ভাষা শিখতে পারে খুব সহজেই।জন জি কেমেনি (Jhon G Kemony) ও টমার্স ই কার্টজ ( Thomsa E Kurtz) নামে মার্কিন যুক্তরাট্রের ডার্টমথ কলেজের দুজন অধ্যাপক সর্বপ্রথম ১৯৬৪ সালে এ ভাষার প্রবর্তন করেন। বেসিক ইংরেজী Beginner's All- purpose Symbolic Instruction Code শব্দের সংক্ষিপ্ত রূপ।


♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…  

Post a Comment (0)
Previous Post Next Post