কয়েকটি উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট-৪
#ক্ষুদ্র_লেখক
আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক।
♦১০, জাভা, (Java)ঃ জাভা প্রোগ্রাম ভাষার জনক James Gosling, Mike Sherider and Patrick Naughton। ১৯৯১ সালের শেষার্ধে James Gosling, এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ কর্তৃক জাভা ভাষার আইডিয়া লাভ করেন একটি কপিশপে বসে।পরবর্তীতে ১৯৯৫ সালে সর্বপ্রথম চাভা কম্পিউটারের প্রোগ্রাম ভাষা হিসাবে আত্ম প্রকাশ করে। ১৯৯৬ সালে এ ভাষা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং সর্ব সমাধানের জন্য এ প্রোগ্রাম ভাষাকে বাজারজাতকরণ করা হয়।
জাভা একটি High Level প্রোগ্রাম ভাষা। এটি অত্যন্ত শক্তিশালী, পরিবর্তনশীল পরিপূর্ণ Object Oriented এবং বহুভাষার সমন্বয়ে গঠিত একটি অত্যাধুনিক প্রোগ্রাম ভাষা। জাভা ভাষার পূর্বনাম ছিল OAK। ·টি সি++ এর আদলে গঠিত উন্নত প্রাগ্রাম। জাভা মুলতঃ সাধারণ উদ্দেশ্য সংগঠিত শ্রেণিভিত্তিক কম্পিউটারের প্রোগ্রাম ভাষা। জাভা ভাষার বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলোঃ
১,জাভা অত্যন্ত সহজ,সরল ও সাবলীল প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ।
২,এ ভাষাটি সি++ এর সমস্যা দূর করে নতুন রূপ দান করেছে।
৩, এটি নির্দিষ্ট কোন প্লাটফর্ম নির্ভর ভাষা নয়।
৪,ইহা কোন হার্ডওয়্যার ও সফটওয়্যার মধ্যে সীমাবদ্ধ নয়।
৫,একটি অপারেটিং সিস্টেম লেখা প্রোগ্রাম ভিন্ন অপারেটিং সিস্টেম রান করা যায়। অর্থাৎ, যে কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
৬, এটি বাণিজ্যিক ও বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা।
৭,এটি কম্পাইন্ড কোড মেশিন নির্ভর
৮,এটি দ্রুত কর্মক্ষম ও নিরাপদ স্তরের ভাষা।
♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্ হাফেজ…
#ক্ষুদ্র_লেখক
আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক।
♦১০, জাভা, (Java)ঃ জাভা প্রোগ্রাম ভাষার জনক James Gosling, Mike Sherider and Patrick Naughton। ১৯৯১ সালের শেষার্ধে James Gosling, এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ কর্তৃক জাভা ভাষার আইডিয়া লাভ করেন একটি কপিশপে বসে।পরবর্তীতে ১৯৯৫ সালে সর্বপ্রথম চাভা কম্পিউটারের প্রোগ্রাম ভাষা হিসাবে আত্ম প্রকাশ করে। ১৯৯৬ সালে এ ভাষা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং সর্ব সমাধানের জন্য এ প্রোগ্রাম ভাষাকে বাজারজাতকরণ করা হয়।
জাভা একটি High Level প্রোগ্রাম ভাষা। এটি অত্যন্ত শক্তিশালী, পরিবর্তনশীল পরিপূর্ণ Object Oriented এবং বহুভাষার সমন্বয়ে গঠিত একটি অত্যাধুনিক প্রোগ্রাম ভাষা। জাভা ভাষার পূর্বনাম ছিল OAK। ·টি সি++ এর আদলে গঠিত উন্নত প্রাগ্রাম। জাভা মুলতঃ সাধারণ উদ্দেশ্য সংগঠিত শ্রেণিভিত্তিক কম্পিউটারের প্রোগ্রাম ভাষা। জাভা ভাষার বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলোঃ
১,জাভা অত্যন্ত সহজ,সরল ও সাবলীল প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ।
২,এ ভাষাটি সি++ এর সমস্যা দূর করে নতুন রূপ দান করেছে।
৩, এটি নির্দিষ্ট কোন প্লাটফর্ম নির্ভর ভাষা নয়।
৪,ইহা কোন হার্ডওয়্যার ও সফটওয়্যার মধ্যে সীমাবদ্ধ নয়।
৫,একটি অপারেটিং সিস্টেম লেখা প্রোগ্রাম ভিন্ন অপারেটিং সিস্টেম রান করা যায়। অর্থাৎ, যে কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
৬, এটি বাণিজ্যিক ও বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা।
৭,এটি কম্পাইন্ড কোড মেশিন নির্ভর
৮,এটি দ্রুত কর্মক্ষম ও নিরাপদ স্তরের ভাষা।
♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্ হাফেজ…