উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট-৫

কয়েকটি উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট-৫

#ক্ষুদ্র_লেখক

আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক।


ওরাকল (Oracle)ঃ বর্তমা বিশ্বে সবচেয়ে শক্তিশালী ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) প্রোগ্রাম হচ্ছে ওরাকল। কম্পিউটারে ডেটা নিরাপদ ও ডেটা সংরক্ষনের অন্যতম আশ্রয়স্থল হলো ওরাকল। ওরাকল প্রোগ্রামিং ভাষা মুলতঃ ১৯৭১ সালে সুইজারল্যান্ডে আবিষ্কৃত হয়। এ ভাষার পূর্বনাম ছিল প্যাসকেল। পরবর্তীতে ১৯৭৭ সালে লরেন্স এলিসন এবং আরও কয়েকজন বিশেষজ্ঞ কর্তৃক নতুন রূপে ডেভলপ হয় প্রোগ্রামিং ভাষা।বিশ্বব্যাপি এই ভাষার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।নেটওয়ার্কিং পরিবেশে কাজ করার জন্য ওরাকল একটি আর্দশ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ভাষা শুধুমাত্র নেটওয়ার্কিং এ নয় পার্সোনাল কম্পিউটারে ও এটি ব্যাপক সমাদৃত। ওরাকল প্রোগ্রাম ভাষার প্রায় অর্ধশত ভাষায় ভার্সন ও সার্ভার ভার্সন উভয়ই জনপ্রিয়। সুতরাং, সিকিউরিটির দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেশি ডেটা ধারনক্ষম রিলেশন ডাটাবেজ ম্যানেজম্যান্ট হচ্ছে ওরাকল।

♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…  

Post a Comment (0)
Previous Post Next Post