কয়েকটি উচ্চস্তরের ভাষার পরিচিতি জেনে নিন।পাট-৩
#ক্ষুদ্র_লেখক
আসসালামু আলাইকুম। আজকের বিষয় তো দেয়া আছে।ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক।
♦৮,এ ডি এ (ADA)ঃআমেরিকা যুক্তরাট্রের প্রতিরক্ষা বিভাগের এ ভাষার জনক। ১৯৮০ সালের জুলাই মাসে এ ভাষার উদ্ভব ঘটে। আধুনিক কম্পিউটারের থারণার আবিষ্কৃারক চার্লস ব্যাবেজের বন্ধু কবি বায়রনের মেয়ে অ্যাডা অগাস্টার নামানুসারে এ প্রোগ্রামের নাম রাখা হয় অ্যাডা। বস্তুত এ্যাডা অগাস্টার প্রথম প্রোগ্রাম রচিয়তা, তিনি ব্যাবেজ কর্তৃক, উদ্ভাবিত অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচনা করেন। অ্যাডা একটি বৃহৎ ভাষা।এই ভাষার জন্য বৃহৎ স্মৃতিবিশিষ্ট কম্পিউটার দরকার হয়।
♦৯,ভিজ্যুয়াল বেসিক (Visual Basic)ঃ Visual মানে হলো প্রোগ্রামের বিভিন্ন user interface গুলো কোড না লিখে প্রোগ্রামে সংযুক্ত করা। আর basic মানে হলো প্রোগ্রামিং বোড গুলোর ধরণ,ল্যাংগুয়েজ গঠন BASIC (Beginee Al pyrpose Symbolic Instruction Code) এর মত। তাই ভিজ্যুয়াল বেনিক হলো একটি Softwere Development, Environment, যার মাধ্যমে অত্যন্ত সহজে এবং দ্রুত উইন্ডোজ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়।
সত্যিকার অর্থেই উইন্ডোজ বিত্তিক অ্যাপ্লিকেশন নাম নিলেই অটোমেটিকেলি ভিজ্যুয়াল বেসিকের নাম চলে। এই ভিজ্যুয়াল বেসিকের সংক্ষিপ্ত রূপ হলো (DV)। মাইক্রসফ্ কোম্পানি বেসিক ল্যাংগুয়েজকে কিনে নিয়ে সেটাকে ডেভেলপ করে ১৯৯১ সালে ভিজ্যুয়াল বেসিক নামে বাজারজাত করেন। ভিজ্যুয়াল বেসিক মুলতঃ একটি তৃতীয় প্রজন্মের ইভেন ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা। ডি ভি অধিকতর সহজ প্রোগ্রামিং ভাষা বলে শিক্ষার্থী বা নতুন প্রোগ্রামাদের কাছে অর্ধেক জনপ্রিয়। এই ভাষা মুলতঃ কাজ করে গ্রাফিক্যাল পরিবেশে ভিজ্যুয়াল বেসিক ব্যবহার করে সহজেই অন্যান্য ডেটাবেজের প্রোগ্রামের সাহায্যে সংযোগ স্থাপন করা যায়। তাছাড়া ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্ট সহজে পেজ উন্নয়নে সুবিধা প্রদান করে। বর্তমান এই ভাষাটি Visual Basic.Net নামে পরিচিত।
♦আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্ হাফেজ…