HTML এর ধারনা,, (Coneept of HTML) part 2

HTML এর ধারনা,, (Coneept of HTML)
আসসালামু আলাইকুম,

একটি ওয়েব পেইজের মূল গঠন তৈরি হয় HTML  দিয়ে।
 HTML এর পূর্ণরূপ হলোঃ Hyper Text Markup Language।এটি এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা যার মাধ্যমে অতি সহজে পছন্দ অনুযায়ী ওয়েব পেইজ তৈরি করা সম্ভব।
১৯৯০ সালে জেনেভার CERN( The European Center For Nuclear Research)
এ কাজ করার সময় টিমস বার্নার্স লী (sir Tim Berners Lee)
সর্বপ্রথম HTML.আবিষ্কার করেন। ১৯৯৫ সালে HTML 2.0,১৯৯৭ সালের জানুয়ারি মাসে HTML 3.2 এবং একই সালের ডিসেম্বর মাসে HTML.4 ভার্সন বাজারে আসে। আর HTML 5 ভার্সন হচ্ছে HTML  এর সর্বশেষ ভার্সন যা ২০১০ বাজারে আসে।
HTML  এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা যার মাধ্যমে অতি সহজে পছন্দ অনুযায়ী ওয়েব পেইজ তৈরি করা সম্ভব।
আবার ওয়েব পেইজ এ টেক্সট,অডিও,ভিডিও,গ্রাফিক্স, তথ্য তথ্যকে  সাজাতে এবং ফরমেট করে নান্দনিকভাবে উপস্থাপন করতে HTML ব্যবহার করা হয়।
HTML. কে হাইপর টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়,কারণ HTML এর লেখা  কোন শব্দকে লিংক হিসাবে তৈরি করে ওয়েব পেজের এক অংশ থেকে অংশে বা অন্য কোন ওয়েব পেজে যাওয়ার ব্যবস্থা করা যায়।
Post a Comment (0)
Previous Post Next Post