HTML এর সুবিধা,(Advantages of HTML)

HTML এর সুবিধা,(Advantages of HTML)

আসসালামু আলাইকুম,

১,  ছোট ব বড় হাতের কিংবা সহজে উভয়ের মিশ্রণে HTML প্রোগ্রাম লিখলেও কোন সমস্যা হয় না।
২,  HTML এর সাহায্যে সহজে ওয়েব পেজ তৈরি করা যায়।
৩,  HTML এর সাথে বিভিন্ন স্ক্রিপটিং ল্যাংগুয়েজ যেমন -Java Script,PHP,CSS,ASP, ইত্যাদি ব্যবহার যায়।
৪,  HTML দিয়ে তৈরি ওযেব পেইজ অধিকাংশ ব্রাউজারের মাধ্যমে দেখা যায়।
৫,  HTML শিখার জন্য কোন প্রোগ্রামিং নলেজ দরকার হয় না।
৬,  টেক্সট ডকুমেন্ট থেকে HTML ফাইল আকারে ছোট হয়।
৭,  যে কোন টেক্সট এডিটর ব্যবহার করে সহজে HTML প্রোগ্রাম তৈরি করা যায়।
৮,  ওযেব পেইজের টেমপ্লেইট গঠন করা যায়।
৯,  ওয়েব ফর্ম ডিজাইন করা যায়।
১০,   HTMLদ্বারা তৈরি ওয়েব পেজ সহজেই  লোড হয়।
১১,  HTML দিয়ে ওয়েব পেইজে সহজেই অডিও,ভিডিও,এবং অ্যানিমেশন যুক্ত করা যায়।
১২,  বর্তমানে ওয়েব পেইজ তৈরিতে XML ব্যবহার করা হয়। তবে XML এর সাথে HTML এর মিল থাকায় HTML জানা থাকলে সহজে XML শেখা য়ায়।

Post a Comment (0)
Previous Post Next Post