মধ্যস্তরের ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষা বিষয় বস্তু জেনে নিন।

মধ্যস্তরের ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষা বিষয় বস্তু জেনে নিন।

ক্ষুদ্র লেখক
বিষয়ঃ মধ্যস্তরের ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষা


নিন্মস্তরের ভাষা কম্পিউটার সহজে বুঝলেও তা প্রাগ্রামারদের জন্য যথেষ্ট কঠিন।এজন্য কম্পিউটারকে দিয়ে আরও বেশি কাজ সহজে করানোর লক্ষো, প্রোগ্রামদের জন্য উদ্ভাবন করা হয় মধ্যস্তরের ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষা।এ স্তরের ভাষায় সাহায্যে নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়।

এ ভাষায় উচ্চস্তরের ভাষায় সুবিধা পাওয়া যায় আবার নিম্নস্তরের ভাষায় সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায়। এ স্তরের ভাষা হলো C। আমেরিকার বেল ল্যাবরেটরি ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন। এর মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম সহজেি রচনা করা যায়। এ ভাষায় যে কোড লেখা হয় তা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এজন্য এই কোড গুলো কে মেশিন ভাষায় রূপান্তরিত করতে হয়। এ ভাষার সাহায্যে ওয়াল্ডস্টার, লোটাস,ডিবেজ ইত্যাদি জনপ্রিয় প্যাকেজ প্রোগ্রাম রচনা করা হয়েছে।বর্তমানে সি (C) প্রোগ্রামের অনেক উন্নত সংস্করণ বের হয়েছে।

Post a Comment (0)
Previous Post Next Post