হায়পারনিংকের সুবিধা ও লিংকস এর target অ্যাট্রিবিউট সমূহ

হায়পারনিংকের সুবিধা ও লিংকস এর target অ্যাট্রিবিউট সমূহ

আসসালামু আলাইকুম।

হায়পারনিংকের সুবিধাঃ ইন্টারনেটে ওয়েব ও হাইপার লিংক এর সুবিধা অনেক।
যেমন -
১,বিভিন্ন ডকুমেন্ট বা ফাইল শেয়ার করা যায়।
২,অন্য যেবোন ওয়েব অ্যাড্রেস বা রির্সোসের সাথে ওয়েবপেজের সংযোগ করা যায়।
৩,তৈিরকৃত ওয়েবের ওপর ক্লিক করে একই ডকুমেন্টের বিভিন্ন পেজে যাওয়া যাবে।
৪ ইচ্ছানুযায়ী পেজযুক্ত করা যাবে।
৫,বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে বিজ্ঞাপন দেয়া যায়।
৬,শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সহজেই সংযোগ স্থাপন করা যায়।
আমরা এতোক্ষন হারপারলংকের সুবিধাসমূহ জানলাম তো চলেন এবার জেনে নিব হারপারলিংক এ ব্যবহৃত অ্যাট্রিবউট সমূহ।

হারপারলিংক এ ব্যবহৃত অ্যাট্রিবউট সমূহ হলো-
১,href, এর ব্যবহার-হাইপার রেফারেন্স যা লিংকটির লোকেশন বা গন্তব্য নির্দেশ করে।
২, title- এর ব্যবহার - টুলটিপ হিসাবে ব্যবহৃত হয়।
৩,target -এর ব্যবহার- নতুন উইন্ডোতে পেজ ওপেন করতে ব্যবহৃত হয়।
৪,name- এর ব্যবহার - বুকমার্ক তৈরিতে ব্যবহৃত হয়।
আসুন এবার জেনে নেয়া যাক (লিংকস এর target অ্যাট্রিবিউট)

লিংকস এর target অ্যাট্রিবিউটঃ লিংককৃত পেইজটি কোথায় প্রদর্শিত হবে তা নির্ধারণ করার জন্য মুলতঃ target  অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়।এক্ষেত্রে সিনটেক্সটি হবে নিম্নরূপঃ
<a href ="Url" target ="value"> link content </a>

তবে target অ্যাট্রিবিউটটির value এর জন্য যে সব ভেল্যু ব্যবহৃত হয় তা হলো-
১ target ="blank"   ঃ এটি ব্যবহৃত হয় নতুন ব্রাউজার উইন্ডোতে পেইজটি ওপেন করতে।
২,target="_self" এটি ব্যবহৃত হয় কারেন্ট উইন্ডোতে পেইজটি ওপেন করতে।
৩,target="_parent" এটি ব্যবহৃত হয়  parent frameset এ পেইজটি ওপেন করতে।
৪,target "_top" এটি ব্যবহৃত হয়  অন্যান্য সব বাদ frame  দিয়ে কারেন্ট উইন্ডোতে পেইজটি ওপেন করতে।
৫ target="_framename" এটি ব্যবহৃত হয় উল্লেখিত নামের ফ্রেমটিতে পেইজটি ওপেন করতে।

আজকে এই পর্যন্তই, আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ্‌ , HTMLবা ওয়েব ডিজাইন  কোন পোস্ট নিয়ে। আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…  

Post a Comment (0)
Previous Post Next Post