HTML ডকুমেন্টে ইউনিকোড ব্যবহার করে বাংলা লেখবেন যেভাবে।
আসসালামু আলাইকুম।
ইউনিকোড ব্যবহার করে সহজেই HTML পেজে সহজেই বাংলা লেখার কাজটি সম্পন্ন করা যায়। এক্ষেত্রে ইউনিকোডভিত্তিক সফ্টওয়্যার যেমন- বিজয় বায়ান্নো অথবা অভ্র সফ্টওয়্যার কম্পিউটারে ইন্সটল খাকতে হবে। এই ইন্সটলকৃত সফ্টওয়্যারের অপশনে ক্লিক করে Unicode নির্বাচন বা সিলেক্ট করে (যেমন-Bijoy Unicode) বাংলা লেখার কাজটি সম্পন্ন করা হয়ে থাকে। অবশ্য ইউনিকোড বাংলায় কোন ট্যাগ লেখা যাবে না এবং যদি ডকুমেন্টে কোন ইমেজ বা লিংক করার প্রয়োজন হয় তবে পাতটি অবশ্যই ইংরেজীতে লিখতে হবে।
যেমনঃ <p> তথ্য ও যোগাযোগ প্রযুক্তি </p>
<p> আমরা বাংলাদেশকে ভালবাসি </p>
ইত্যাদি।
আসসালামু আলাইকুম।
ইউনিকোড ব্যবহার করে সহজেই HTML পেজে সহজেই বাংলা লেখার কাজটি সম্পন্ন করা যায়। এক্ষেত্রে ইউনিকোডভিত্তিক সফ্টওয়্যার যেমন- বিজয় বায়ান্নো অথবা অভ্র সফ্টওয়্যার কম্পিউটারে ইন্সটল খাকতে হবে। এই ইন্সটলকৃত সফ্টওয়্যারের অপশনে ক্লিক করে Unicode নির্বাচন বা সিলেক্ট করে (যেমন-Bijoy Unicode) বাংলা লেখার কাজটি সম্পন্ন করা হয়ে থাকে। অবশ্য ইউনিকোড বাংলায় কোন ট্যাগ লেখা যাবে না এবং যদি ডকুমেন্টে কোন ইমেজ বা লিংক করার প্রয়োজন হয় তবে পাতটি অবশ্যই ইংরেজীতে লিখতে হবে।
যেমনঃ <p> তথ্য ও যোগাযোগ প্রযুক্তি </p>
<p> আমরা বাংলাদেশকে ভালবাসি </p>
ইত্যাদি।