HTML পেজে বাংলা ফন্ট ব্যবহার করবেন যেভাবে।

HTML পেজে বাংলা ফন্ট ব্যবহার

আসসালামু আলাইকুম।

সাধারণত HTML পেজে সরাসরি বাংলা ব্যবহার করা যায় না অন্য কোন টেক্সট ·ডিটর যেমন, এমএস-ওয়ার্ডে লেখা বাংলা কপি করে ব্যবহার করা যায়।অবশ্য এজন্য Font  ট্যাগ ও এর অ্যাট্রিবিউট Face খুবই গুরুত্বপূর্ণ।

উদাহরণঃ"ঢাকা" বাংলা শব্দটি বা লেখাটি  প্রর্দশনের HRML কোড বা প্রোগ্রাম লিখ।

এমএস ওয়ার্ডে ঢুকে যে বাংলা লেখাটি লেখা টাইপ করে লেখাটি সিলেক্ট করে Ctrl+c  কী-দ্বারা চেপে কপি করতে হবে।
তার পর নোট প্যাডে ঢুকে নতুন একটি ডকুমেন্ট খোলে তাতে  Ctrl+v কী দ্বারা চেপে কপি করা লেখাটি পেস্ট করে দিতে হবে। < font face = এর পর যে ফন্টে লেখাটি টাইপ করা হয়েছিল সে ফন্টটির নাম ডবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এইচ টি এম এল কোড নিম্নরুপ-
<html>
<body>
<h1> <fant face ="SutonnyMJ"> ঢাকা </font> </h1>
</body>
</html>

ফলাফলঃ যে কোন ব্রাউজার সফ্টওয়্যার (internet  Explorer/Mozilla Firefox)ব্যবহার করে ফাইলটি রান করলেই আউটপুট পাওয়া যাবে।

Post a Comment (0)
Previous Post Next Post