HTML ইলিমেন্ট (HTML Element)

HTML  ইলিমেন্ট (HTML Element)

মুলতঃ HTML  ডকুমেন্ট বা ফাইল একসেট মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি।  মার্কআপ ট্যাগুলোর বেশির ভাগ ট্যাগ হলো কনটেইনার ট্যাগ।
(কনটেইনার ট্যাগের শুরু ও শেষ ট্যাগের মাঝে ব্যবহৃত যে কোন কিছু যেমন- টেক্সট, ছবি,লিংক, ট্যাগ,ইত্যাদি। হলে HTML ইলিমেন্ট)
যেমনঃ উদাহরণ- <b> Dhaka Commerce College.</b>

এখানে কনটেইনার ট্যাগ <b> এবং </b> এর মাঝে ব্যবহৃত Dhaka Commerce College. লেখাটি হলো HTML ইলিমেন্ট।তবে এম্পিটি ট্যাগের কোন ইলিমেন্ট নেই।কারণ এমপ্টি ট্যাগের শুরুর ট্যাগ থাকলেও কোন শেষ ট্যাগ নেই।

Post a Comment (0)
Previous Post Next Post