HTML অ্যাট্রিবিউট (HTML Attribute) ও ভেল্যু।

HTML  অ্যাট্রিবিউট (HTML Attribute) ও ভেল্যু।

আসসালামু আলাইকুম,,আপনারা সবাই কেমন আছেন?

HTML  ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করে HTML ইলিমেন্টকে আরো বৈশিষ্ট্যমন্ডিতভাবে ব্রাউজারে উপস্থাপন করা যায়। অর্থাৎ অ্যাট্রিবিউট হলো বৈশিষ্ট্য নির্ধারক যা ট্যাগের নির্দেশকে সুনিদির্ষ্টভাবে নির্ধারণ করে। আর ভেল্যু বলতে অ্যাট্রিবিউট মানকে বুঝায়। অ্যাট্রিবিউট লিখতে যে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে-
১,  অ্যাট্রিবিউটকে opening tag - এর মধ্যে লিখতে হবে।
২,  অ্যাট্রিবিউটের নামের পর (=)  চিহৃ দিয়ে ভ্যালু বা মান উল্লেখ করতে হবে।
৩,  অ্যাট্রিবিউটের ভ্যালু কোেশন চিহ্নের মধ্যে থাকবে।
৪,  অ্যাট্রিবিউটের নাম ও ভ্যালু ছোট বা বড় হাতের অক্ষরে লেখা যাবে।

উদাহরণঃ
<br align="center"> Dhaka Board

এখানে <br> হলো একটি HTML  tag  যার কাজ হলো একটি নতুন লাইন তৈরি করা।
<br> ট্যাগের attribute name হলো align এবং ভ্যালু হলো center.
এই attribute এর ভ্যালু center এর ভলে Dhaka Board লেখাটি একটি নকুন লাইনের মাঝখানে দেখাবে।
Post a Comment (0)
Previous Post Next Post