HTML এর বডি ট্যাগ (Body)ও ব্যবহৃত অ্যাট্রিবিউট।

HTML এর বডি ট্যাগ (Body)ও ব্যবহৃত অ্যাট্রিবিউট।
আসসালামু আলাইকুম।

HTML এর <body> ট্যাগ একটি মৌলিক HTML ট্যাগ। এই ট্যাগের সাখে মোট ছয়টি অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজকে আকর্ষনীয় করা যায়।যা নিম্নরুপ-

১, bgcolor: এই অ্যাট্রিবিউটটি ব্যাবহার করে  ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের রং নির্ধারণ করা হয়।

২, beckground:  এই অ্যাট্রিবিউটটি ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ সংযোজনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

৩, textঃ ওয়েব পেজে ব্যবহৃত সকল টেক্সট এর রং নির্ধারণ করতে এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়।

৪, link: এই অ্যাট্রিবিউটটি ব্য্হার করে ওয়েব পেজের যাবতীয় হাইপারটেক্সট লিংক এর রং নির্ধারণ করা হয়।

৫, vlink ঃ এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে যে হাইপারটেক্সট লিংক ভিজিট করা হয়েছে তার রং নির্ধারণ করা হয়।

৬,alink :বর্তমান যে লিংক এর উপর কার্সর স্থাপন করা হয়েছে তার রং নির্ধারণ করতে এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়।

Post a Comment (0)
Previous Post Next Post