ফরম্যাটিং (Formatting)


আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন?

আজকের বিষয়ঃ ফরম্যাটিং (Formatting)

 ওয়েব পেইজের টেক্সটগুলোকে বিভিন্ন গঠনে সাজিয়ে উপস্থাপনের প্রক্রিয়াকে বলা হয় ফরম্যাটিং। অর্থাৎ ফরম্যাটিং- এর মাধ্যমে লেখাকে ছোট,বড়, আন্ডার লাইন বোল্ড, ইটালিক ইত্যাদি আকারে ওয়েব পেইজ উপস্থাপন করা যায়।
HTML  এর বিভিন্ন ট্যাগের সাহায্যে ফরম্যাটিং করা হয়। ফরম্যাটিং এর জন্য ব্যবহৃত কিছু উল্লেখযোগ্য HTML  ট্যাগ নিচে উল্লেখ করা হলোঃ

১, <b>...</b>
টেক্সটকে বোল্ড (bold) করে।

২, <em>...</em>
টেক্সটকে Emphasized  করে। অর্থাৎ এটিও টেক্সটকে italic করে।

৩, <i>....</i>
টেক্সটকে italic করে।

৪,<u>......</u>
যে কোন লেখাকে আন্ডারলাইন করার জন্য ব্যবহৃত।

৫,  <p>...</p>
প্যারাগ্রাফ  তৈরিতে ব্যবহৃত হয়।

৬, <font>....</font>
 ফন্টের ধারণ,সাইজ,কালার ইত্যাদি পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

৭,<smaill>....</smaill>
টেক্সটকর আকারে ছোট করে।

৮,<strong>......</strong>
 টেক্সটে bold  করে।  তবে কানে শুনতে <strong> এর ক্ষেত্রে ভরাট সাউন্ড হবে এবং <b> এর ক্ষেত্রে স্বাভাবিক সাউন্ড শুনাবে।

৯, <strike>.....</strike>
টেক্সট এর মাঝে করাবর দাগ দিতে ব্যবহৃত হয়।

১০,<s>...</s>
টেক্সট এর মাঝখানে দাগ টেনে দেয়।

১১, <sub>..... </sub>
 টেক্সটকে Subscript করে।

১২,<mark>....</mark>
টেক্সটকে মার্ক বা হাইলাইট করে।

১৩,<blink>.....</blink>
টেক্সটে ব্লিংকিং তৈরি করে।

১৪, <del>....</del>
টেক্সটের মাঝ খানে দাগ তৈির করে।

১৫,<ins>.....</ins>
ইনসাটকৃত টেক্সটকে আন্ডারলাইন করে।

১৬, <big>....</big>
টেক্সটকে বড় করে।

Post a Comment (0)
Previous Post Next Post