ওয়ার্ল্ড ওয়াইড ওযেব (World Wide Web) part 2

 ওয়ার্ল্ড ওয়াইড ওযেব (World Wide Web)

আসসালামু আলাইকুম,

World Wide Web বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সংক্ষিত রূপ WWW।  একে ওয়েব বলে।ওয়েব এমন একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো ওয়েব সার্ভারের মধ্যকার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এসব ওয়েব সার্ভার গুলোতে সারা বিশ্বের ওয়েব পেইজগুলো সংরক্ষিত থাকে।
মুলতঃ সারা বিশ্বের ওয়েব পেইজ গুলোর সংগ্রহই হলো ওয়েব। ১৯৮৯ সালের যুক্তরাজ্যের sur Tim Berners Lee ও Sir Sam Walker এবং বেলজিয়ামের Robert Cailiau  সুইজারল্যান্ডের জেনেভায় অবস্হিত CERN (The European Center For Nuclear Research)  -এর
ওয়ার্ল্ড ওযাইড ওয়েবের আবিষ্কার করেন। তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বল্হল প্রচলন শুলু হয় ১৯৯৩ সালের ফেব্রুয়ারীতে Mosaic নামক গ্রাফিক্যাল ওযেব ব্রাউজার আবিষ্কারের এক বছর পর।


ওয়েবব ক্লায়েন্ট -সার্ভার আর্কিটেকচার অনুযায়ী গড়ে -উঠেছে। এর অর্থ হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার ওযেব ব্রাুউজার এর মাধ্যমে প্রোগ্রামটি বা ওয়েবটি রান করে অনুরোধ (Request)  পাঠাবে সার্ভারে
 সার্ভার, ক্লায়েন্ট কম্পিউটারের  অনুরোধকৃত তথ্যটি ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারের কাছে পাঠিয়ে দেবে এবং ব্রাউজার তা অনুবাদ করে স্ক্রিনে প্রদর্শন করবে।
World Wide Web World Wide Web or World Wide Web This is Web. Web is a large system that is composed of many web server mergers. Web pages around the world are stored on these web servers. The Web is the collection of web pages around the world. 1989, Sur Tim Berners Lee and Sir Sam Walker of the United Kingdom and Robert Cailiau of Belgium discovered the World Wide Web of CERN (The European Center for Nuclear Research) in Geneva, Switzerland. However, the World Wide Web was launched in February 1993, a year after the discovery of a graphical web browser named Mosaic. Webb Client - Server builds according to architecture This means that the client will run the program or the Web through the browser, send a request to the server, the server will send the client's requested information to the client computer browser on the Internet and the browser will translate it into the screen.
Post a Comment (0)
Previous Post Next Post