ওয়েব ডিজাইনের ধারণা (Concept of Web page Desing)
আসসালামু আলাইকুম,
বর্তমানে ওয়েবপেইজকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়ে থাকে। ওযেব ডিজাইন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, কালার, ইত্যাদি ব্যবহার করে ওয়েব পেইজ তথা ওয়েব সাইট তৈরি করা হয়। অর্থাৎ, ওয়েব ডিজাইন মূলতঃ ওয়েব সাইট তৈরি এবং ব্যবস্হাপনা সাথে সংশ্লিষ্ট।
সহজে ওয়েব পেইজ তৈরির জন্য সাধারণ HTML( Hyper text Markup language)
এবং ওয়েব পেইজকে নান্দনিক রুপ দেওয়ার জন্য, CSS(Cascading style Sheet) ব্যবহার করা হয়।
মুলতঃ ওয়েব ডিজাইনের ক্রম বিকাশ শুরু হয় ১৯৯৬ সালের শেষের দিকে। মুলতঃ লে-আউট এবং প্রেজেন্টেশনের সার্পোট প্রদানের জন্য ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম ( World Wide Web Consortium-W3C) কর্তৃক CSS চালু হয় যা HTML কোডকে সিমান্টিন প্রেজেন্টেশন করে তোলে এবং ওয়েব অ্যাক্সেসেবিলিটির উন্নয়ন সাধন কনে। তাছাড়া ১৯৯৬ সালেই ফ্লাস এর উন্নয়ন সাধন হয়। যদিও এটি সিম্পল লে-আউট বেসিক কিন্তু ইহা HTML পয়েন্ট সীমা ছাড়িয়ে গেছে। বরতমানে এটির এতোয় উন্নয়ন সাধন করা হয়েছে ডাতে করে এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওযেব সাইট ডেভলপ করা যায়।
পরবর্তী আপডেট হবে, ওয়েব সাইট এর মৌলিক বিষয়,,,
বর্তমানে ওয়েবপেইজকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়ে থাকে। ওযেব ডিজাইন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, কালার, ইত্যাদি ব্যবহার করে ওয়েব পেইজ তথা ওয়েব সাইট তৈরি করা হয়। অর্থাৎ, ওয়েব ডিজাইন মূলতঃ ওয়েব সাইট তৈরি এবং ব্যবস্হাপনা সাথে সংশ্লিষ্ট।
সহজে ওয়েব পেইজ তৈরির জন্য সাধারণ HTML( Hyper text Markup language)
এবং ওয়েব পেইজকে নান্দনিক রুপ দেওয়ার জন্য, CSS(Cascading style Sheet) ব্যবহার করা হয়।
মুলতঃ ওয়েব ডিজাইনের ক্রম বিকাশ শুরু হয় ১৯৯৬ সালের শেষের দিকে। মুলতঃ লে-আউট এবং প্রেজেন্টেশনের সার্পোট প্রদানের জন্য ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম ( World Wide Web Consortium-W3C) কর্তৃক CSS চালু হয় যা HTML কোডকে সিমান্টিন প্রেজেন্টেশন করে তোলে এবং ওয়েব অ্যাক্সেসেবিলিটির উন্নয়ন সাধন কনে। তাছাড়া ১৯৯৬ সালেই ফ্লাস এর উন্নয়ন সাধন হয়। যদিও এটি সিম্পল লে-আউট বেসিক কিন্তু ইহা HTML পয়েন্ট সীমা ছাড়িয়ে গেছে। বরতমানে এটির এতোয় উন্নয়ন সাধন করা হয়েছে ডাতে করে এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওযেব সাইট ডেভলপ করা যায়।
পরবর্তী আপডেট হবে, ওয়েব সাইট এর মৌলিক বিষয়,,,