#গুগলের পিক্সেল ২ এক্সএল ফোনের স্ক্রিনে ত্রুটি!


গুগলের পিক্সেল ২ এক্সএল ফোনের স্ক্রিনে ত্রুটি!

আসসালামু আলাইকুম,
চলতি মাসের প্রথম সপ্তাহে অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল দ্বিতীয় প্রজন্মের পিক্সেল ২ ও ২ এক্সএল স্মার্টফোন উন্মোচন করেছে। তবে পিক্সেল ২ এক্সএল ফোনের ডিসপ্লের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ডিভাইসটির কয়েকজন গ্রাহক ফোনটির স্ক্রিনের বিবর্ণতা ও বার্ন ইন সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে ডিভাইসটি বাজার থেকে প্রত্যাহার করা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্ক্রিনের বিবর্ণতা নিয়ে পিক্সেল ২ এক্সএল ফোনের গ্রাহকরা জানান, ডিভাইসটি নড়াচড়া করলে স্ক্রিনের রঙ পরিবর্তন হয়। শুধুমাত্র ছয় ইঞ্চি ডিসপ্লের পিক্সেল ২ এক্সএল ফোনে এ সমস্যা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটিতে অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লের একটি বিশেষ সংস্করণ ব্যবহারের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে।

পিক্সেল ২ ফোনটি তৈরি করেছে এইচটিসি এবং এতে স্যামসাংয়ের তৈরি এএমওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অপরদিকে, পিক্সেল ২ এক্সএল ফোনটি তৈরি করেছে এলজি এবং এতে পি-ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা গুগলেরই ডিসপ্লে বিভাগ তৈরি করেছে।

বার্ন ইন নিয়ে পিক্সেল ২ এক্সএল গ্রাহকরা জানান, ডিভাইসটির কোনো অ্যাপ ব্যবহার বন্ধ করলেও দীর্ঘক্ষণ স্ক্রিনে ‘ভূত-সদৃশ’ ছবি দেখা যায়। অ্যান্ড্রয়েডবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড সেন্ট্রালের নির্বাহী সম্পাদক অ্যালেক্স ডোবি এই ত্রুটি নিয়ে সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন।

লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডির চেয়ে ওএলইডি ডিসপ্লের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন— এ ধরনের ডিসপ্লে পাতলা, বেশি কার্যক্ষম ও উজ্জ্বল ছবি সরবরাহ করে। তবে এ ডিসপ্লেতে স্ক্রিন বার্ন-ইনের মতো সম্ভাবনা থাকে।

ওএলইডি ডিসপ্লে কতটুকু নিখুঁতভাবে কাজ করতে পারে, বিশ্বের বৃহত্ ওএলইডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তা সঠিকভাবে বলতে পারছে না। স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ এবং নোট ৮ ফোনে সুপার এএমওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এসব ডিভাইসেও বার্ন ইনের সম্ভাবনা আছে, ডিসপ্লে মেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. রেমন্ড সোনিরা এমনটাই মনে করেন।  

গুগল পিক্সেল এক্সএল ফোনের স্ক্রিনের সমস্যাটি নিয়ে তদন্ত করছে বলে ম্যাশেবলকে জানিয়েছে।

গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণের পরেই স্যামসাং বাজার থেকে সকল ফোন প্রত্যাহার করে নিয়েছিল। সমস্যা শনাক্ত না হওয়া পর্যন্ত পিক্সেল এক্সএল ফোনটিও বাজার থেকে প্রত্যাহার করা উচিত, অনেকে এমনটাই মত দিয়েছেন। তবে এ ব্যাপারে গুগল কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।
Post a Comment (0)
Previous Post Next Post