ইসলামের দৃষ্টিতে রাস্তার হক

Hadrat Abu Sa'id Khudri (ra) narrated from the Prophet (peace be upon him) that you should refrain from sitting on the road. The Companions said, we have no motive except sitting on the street, where we sit and discuss. The Prophet (s) said, if you have no choice but to sit in the street; But earn the right of the road. They said, the Messenger of Allah! What is the road to the right? Tari said in the north, the road is right, (1) the eye down (2) Refrain from grieving (someone). (3) Answer to Salam. (4) Ordering the right thing and (5) forbidding evil deeds (Hadith is mentioned by Imam Bukhari and Muslim)

হযরত আবু সাঈদ খুদরী (রা.) নবী করীম (স.) থেকে বর্ণনা করেন, তোমরা রাস্তার ওপর বসা থেকে নিজেদের বিরত রাখ।  সাহাবী গণ বললেন,  আমাদের তো রাস্তার ওপর বসা ছাড়া কোন গত্যন্তর নেই,  যেখানে বসে আমরা আলাপ আলোচনা করবো।
রাসূলূল্লাহ (স.) বললেন, যদি রাস্তায় বসা ছাড়া তোমাদের কোন উপায় না থাকে ; তবে রাস্তার হক আদায় করবে। তারা আরয করলেন, যে আল্লাহর রাসূল!  রাস্তার হক কি?  উত্তরে তিরি বললেন, রাস্তার হক হলো,,,
(১) চক্ষু অবনমিত করা। (২) (কাউকে) কষ্ট দেয়া থেকে বিরত থাকা।
(৩) সালামের উত্তর দেয়া।
(৪) সৎ কাজের আদেশ করা এবং
(৫) মন্দ কাজ হতে নিষেধ করা
( হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম(রহ.) বর্ণনা করেছেন)

Post a Comment (0)
Previous Post Next Post