হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) হতে বর্নিত, জনৈক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ (স.) কে জিজ্ঞেস করলেন, 'হে আল্লাহর রাসূল! ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম?; তিনি বললেন, তুমি অপরকে খাদ্য দেবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে,।
(হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম (রা.)বর্ণনা করেছেন)
According to Abdullah bin Amr (ra), a person asked the Prophet (s), "O Messenger of Allah! Which work is best in Islam? He said, you will give food to others and salute to strangers, known to all.
(Hadith has narrated by Imam Bukhari and Muslim (ra))