HTML পেজে marquee ট্যাগের ব্যবহার।এক নজরে দেখে নিন।

HTML পেজে <marquee> ট্যাগের ব্যবহার।এক নজরে দেখে নিন।

আসসালাসু আলাইকুম।আপনারা কেমন আছেন?
তো আমরা গত পর্বে শিখেছি যে (HTML পেজে এ সাবস্ক্রিপ্ট  (Subscript) ও সুপারস্ক্রিপ্ট (Superscript) এর ব্যবহার জেনে নিন।) আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো  (HTML পেজে <marquee> ট্যাগের ব্যবহার।)
  তো চলেন দেরি না করে শুরু করা যাক।


ওযেবপেজের সৌন্দর্য বৃদ্ধি বা অলংকার বৃদ্ধি করার জন্য <marquee> ট্যাগটি ব্যবহার হয় যা এক ধরনের কনটেনার ট্যাগ। এই ট্যাগের সাহায্যে টেক্সট বা ইমেজকে বিভিন্ন দিকে স্ক্রোলিং করা যায়। তবে <marquee> এবং </marquee> ট্যাগটির অভ্যন্তরের টেক্সট বা ইমেজকে কন্ট্রোলের জন্য বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। নিম্নে <marquee> ট্যাগে ব্যবহৃত কতিপয় গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটের বিবরণ দেয়া হলো -

অ্যাট্রিবিউট সমূহঃ
১,behavior
২,direction
৩,loop
৪,scrolldelay
৫,scrollamount

১,behavior অ্যাট্রিবিউট এর ভেল্যু হলো তিনটিঃ
১,scroll,
২,alternate,
৩,dlide,
আবার এদের কাজ হলোঃ
১,scroll, এর কাজ বা ব্যবহার- ট্যাগের অভ্যন্তরের এলিমেন্টকে এক পাশ থেকে অন্য পাশে স্ক্রোলিং করতে ব্যবহৃত হয়। তবে behavior এর ডিফল্ট মান scroll,।

২,alternate, এর কাজ বা ব্যবহার- <marquee> ট্যাগের অভ্যন্তরের এলিমেন্ট বা টেক্সটকে সামনে-পিছন অথবা এপাশ থেকে ওপাশে লাফাতে ব্যবহৃত করা হয়।

৩,dlide, এর কাজ বা ব্যবহার-টেক্সটটি অন্য পাশের মার্জিন স্পর্শ করার সাথে সাথে বন্ধ করার জন্য ব্যবহৃত হয়।


২,direction অ্যাট্রিবিউট এর ভেল্যু হলো হলো দুই ধরনের যথাঃ
১,right,
2, left,
এদের কাজ বা ব্যবহার ঃ
১,right,এলিমেন্ট বা টেক্সটকে ডানদিক হতে বাম দিকে স্ক্রোলিং করতে ব্যবহৃত হয়।
2, left, লিমেন্ট বা টেক্সটকে বাম হতে ডানদিকে স্ক্রোলিং করতে ব্যবহৃত হয়।অবশ্য direction এর ডিফল্ট মান হলো left,।

৩,loop অ্যাট্রিবিউট এর ভেল্যু হলো একটি।
যথাঃ ১,infinity, এর কাজ বা ব্যবহার - <marquee>ট্যাগের অভ্যন্তরের এলিমেন্ট বা টেক্সট কতবার আবর্তন করবে তা নির্ণেয় করতে ব্যবহৃত হয়।

৪,scrolldelay অ্যাট্রিবিউট এর ভেল্যু হলো একটি। যথাঃ নির্দিষ্ট সংখ্যক বা N বার।এর কাজ বা ব্যবহার হলো - কত মিলিসেকেন্ড আবর্তন করবে তা নির্ধারণ করে।


৫,scrollamount অ্যাট্রিবিউট এর ভেল্যু হলো একটি। যথাঃ নির্দিষ্ট সংখ্যক বা N বার।এর কাজ বা ব্যবহার হলো- কত দূরত্বে স্ক্রোলিং করবে তা নির্ধারণ করে।তবে এর মান নির্ধারিত হয় প্রিক্সেল দ্বারা।

   আজকে এই পর্যন্তই, আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ্‌ , HTMLবা ওয়েব ডিজাইন  কোন পোস্ট নিয়ে। আপাততো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌র কাছে সবসময় এই দোয়াই করি। আল্লাহ্‌ হাফেজ…          

Post a Comment (0)
Previous Post Next Post