ওয়েব পেজ (Web Page) : part 4

ওয়েব পেজ (Web Page)

আসসালামু আলাইকুম,

বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এ যুগে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ইন্টারনেট ওয়েবপেজ ব্যবহারের সুবিধা অনন্য।ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েব প্রদর্শনযোগ্য ডকুমেন্টকে বলে ওয়েব পেজ।সহজভাবে বলা যায়, ওয়েব সাইটের স্বতন্ত্র কোন পেইজকে ওয়েবপেইজ বলা হয়। সাধারণত লেখা, অডিও, ভিডিও, স্হির চাত্রা,এনিমেশন ইত্যাদি সমন্বয়ে ওয়েব পেজ গঠিত। ওয়েবপেজ সাধারনত HTML(Hyper Text Markup Language) দিয়ে তৈরি করা হলেও বর্তমানে XML,DHTML, STML  ইত্যাদিও ব্যবহার হচ্ছে।
ওয়েবপেজের সুবিধা হলোঃ
১ ওয়েবপেজ সহজে ব্রাউজ করার জন্য ওয়েব এর একটি পেজ এর সাথে অন্য একটি পেজ লিংক করা যায়।
২ওয়েবপেজের মাধ্যমে যে কোনো তথ্য,অডিও,ভিডিও,এবং ছবি ইত্যাদি প্রচার করা য়ায়।

৩ যে কোনো ধরনের প্রচার প্রচারণা চালানো সম্বব।

৪ ওয়েবপেজে বিভিন্ন ধরনের স্ত্রিপ্ট ল্যাংগুয়েজ ব্যবহার করা যায়।

৫ বিশ্বের যে কোনো প্রান্তে থেকে তথ্যোও আদান প্রদান করা যায়।

Web Page:
The era of information and communication technology is in the current era. In this era, internet webpage usage is unique in the exchange of information. World wide web or web-viewing document is called web page. It is easily said that the website is a unique page which is called webpage. Generally composed web pages comprising text, audio, video, music, animation, etc. Web pages are usually made with HTML (Hyper Text Markup Language), but XML, DHTML, STML etc. are still being used.
The advantage of the webpage is:
To easily browse the webpage 1, it is possible to link another page with a web page.
Any information, audio, video, and photo etc. can be promoted through the webpage.
3 Any kind of promotion campaign.
4 Different types of script languages ​​can be used on web pages.
5 Information can be transmitted from any corner of the world.
Post a Comment (0)
Previous Post Next Post