সার্চ ইঞ্জিন (Search Engine)

সার্চ ইঞ্জিন (Search Engine)
আসসালামু আলাইকুম,
সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট বা টিলস যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে যে কোন তথ্য অথবা অন্যান্য ওয়েব সাইট খুঁজে পেতে সাহায্য করে।  সার্চ ইঞ্জিনের ঠিকানা ব্রাউজার সফ্টওয়্যারের অ্যাড্রেস বারে লিখে এন্টার চাপ দিলে go তে ক্লিক করলে ঐ সার্চ ইঞ্জিনের ওয়েব পেজটি ওপরন হবে।  সার্চ ইঞ্জিনের ফাইন্ড বক্সে কাঙ্খিত তথ্য বা ওয়েবসাইটের নাম লিখে এন্টার দিলে সে সম্পর্কিত বিভিন্ন ওয়েব পেজের লিংকের তালিকা প্রদর্শিত হবে।এর মধ্যে থেকে উপযুক্ত সাইটটির ওপর ক্লিক করে ওয়েব সাইটটি ওপেন হবে। সারা বিশ্ব অসংখ্য সার্চ ইঞ্জিন রযেছে।  তার মধ্যে জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম ও তাদের প্রত্যেকের বিশেষত্ব দেয়া হলোঃ

১, গুগল(Google)
সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হলো গুগল সার্চ ইঞ্জিন যার সাহায্যে  সহজেই যে কোন ওয়েব সাইট সার্চ করা যায়।

২,
ইয়াল্হ ( yahoo)
ইয়াহু সার্চ ইঞ্জিন এর সাহায্যেও সহজেই যে কোন ওয়েব সাইট সার্চ করা যায়।

৩,বিং(bing)
ইহা মাইক্রোসফট কোম্পানির একটি সার্চ ইঞ্জিন যার সাহায্যে খুব সহজেই ভিডিও সহ অন্যান্য সাইট সার্চ করা যায়।

৪,পিপীলিকা ( pipilica)
 বাংলাদেশেন প্রথম সার্চ ইঞ্জিন হলো পিপীলিকা সার্চ ইঞ্জিন যার সাহায্যে  বাংলা লিখে সার্চ করা যায়।।

1 Comments

Post a Comment
Previous Post Next Post