খাবারের অর্ডার দেওয়া যাবে ফেসবুকের মাধ্যমে

খাবারের অর্ডার দেওয়া যাবে ফেসবুকের মাধ্যমে

আসসালামু আলাইকুম, আজকের পোস্ট খুবই একটা ভালো মানের পোস্ট তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই....

ফেসবুকের নতুন সেবা

এখন থেকে ফেসবুক অ্যাপের মাধ্যমে কাছের ফাস্ট ফুড শপে খাবার অর্ডার করা যাবে। অতিসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটি তাদের নেটওয়ার্কে থাকা অবস্থাতে অ্যাপের মাধ্যমে কাছের কোনও ফাস্ট ফুডশপ ও পরিষেবা প্রদানকারীদের কাছে খাবার অর্ডার করার জন্য একটি নতুন সেবা চালু করেছে।
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ইতিমধ্যে এই নতুন ‘অর্ডার ফুড’ ফিচারটি চালু করা হয়েছে যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারা পপ জন ও পানেরার মতো চেইন রেস্টুরেন্টগুলো থেকে খাবার অর্ডার করতে পারবেন। এছাড়া ফেসবুক অ্যাপের মাধ্যমে ডেলিভারি ডট কম এবং ডোরড্যাশ ডট কমের মতো অন ডিমান্ড সার্ভিসগুলো থেকেও খাবার অর্ডার দেওয়া যাবে।
ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল এক ব্লগ পোস্টে বলেছেন, স্থানীয় থেকে শুরু করে চেইন রেস্টুরেন্ট পর্যন্ত সব জায়গাতেই ফেসবুক আপনাকে আপনার পুরনো পছন্দ এবং নতুন খাবারগুলো খুঁজে পেতে সাহায্য করবে।
ফেসবুক গত বছর থেকে এই ফিচারটি পরীক্ষা করে আসছে এবং মার্কিন ব্যবহারকারীদের জন্য ডেক্সটপ, আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে এই সেবা চালু করেছে।

Facebook's new service from now on, you can order food at the nearest fast food ship through the Facebook app. At the very least, the social networking system has launched a new service to order food to the nearest fast foodshops and service providers through the app in their network. This new 'Order Food' feature has already been introduced for US users through which Facebook users can order food from chain restaurants like pop john and panera. Apart from the Facebook app, you can also order food from other demand services such as Delivery Documents and Doordash.com. Facebook's Vice President, Alex Himel, said in a blog post that Facebook will help you find your old favorites and new foods from all over the chain restaurants to chains. Facebook has been testing this feature since last year and launched this service for users in the desktop, iOS and Android apps.
আজকের মত এখানেই শেষ, আবার ফিরে আসবো নতুন কোনো পোস্ট নিয়ে ততোক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ......
Post a Comment (0)
Previous Post Next Post